#নিশাচর
নিশাচর মোহাম্মদ মুছা আমি রোজই রাত জেগে রই নয়ন জুড়ে রেখে তোরে সই, ঘোর নিশাচর হয়ে বিরহ বেদনা বয়ে। চাঁদের লগে তর্কে ভিষণ জড়ায় নীল বেদনার জোৎস্না কেন ছড়ায়, আধাঁর যতো গভীর যাতনা হয় নিবিড়। ক্ষোভের আগুন হৃদ পুড়ে যায় তবু্ও তোরে খুব ভেসে যায়, তাইতো তারার মেলায় তোরে খুঁজে বেড়ায়।