বেলকুনি

 বেলকুনি 

মোহাম্মদ মুছা 

ইট পাথরের শহরে ব্যস্থ মানুষের কোলাহল শুনি

ছুটছে সবাই আপন কাজে, থাকি আমি আনমনে

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি ,

আকাশ দেখি মেঘও দেখি রাত পোহালে চাঁদের আলোয় তারা গুনি

এই পাশ ছুটি ও পাশ ছুটি বেহুলা বেঁধে রাখি

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি , 

পাহাড় চূড়ায় রোদ্র ঝলক দেখতে লাগে পরশ মনি

মন ছুটে যা ঐ যে চূড়ায় মন চাইলে কি যায় তা ছোঁয়ায়,

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি, 

শীত সকালপ আঁচল বিছায়, ভেজা চুলে কোপা খুলে, শীতল প্রানে মৃদু রোদ্রে তপ্ত লাগায়, 

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি, 

অলস দুপুর করে ব্যকুল বসন্ত যখন পাশ কেটে যায়, কালো কোকিল সুর তোলে যায় কৃঞ্চকলির নয়ন জুড়ায়

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি, 

শ্রাবন মেঘে বাদল ছুটে,তোড়ায় তোড়ায় কদম ফুটে , ভেজা শালিক মন হতে চায়,দুহাত মেলে জল ছুঁতে চায়

সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি, 

উদাসী মন ক্ষিপ্ত যখন কেউ থাকেনা সঙ্গী তখন

বেলকুনিটা লোহার কপাট ভুলেতো যাই এ মন !

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার