কাব্য প্রেমে কথা

 কাব্য প্রেমের কথা

মোহাম্মদ মুছা 


রবিঠাকুর গীতাঞ্জলির প্রান ভরেছে মোহে

অগ্নিবীণা নজরুলের পাল ছিঁড়েছে দ্রোহে


মহান কবি কায়কোবাদের আযান মহাসত্ত্ব 

আবার আসিবো ফিরে জীবনানন্দ করেছে'তো মত্ত,


স্বাধীনতা তুমি শামসুর রহমানের জাগরনের ডাক

নির্মলন্দগুনের হুলিয়া  জুগিয়েছে মনের খোরাক,


সোনার তরী আল মাহমুদ জাগিয়াছে বারংবার

মহাকবি আলাওল পদ্মাবতী মন করেছে চুরমার,


সত্যনাথ দত্তের রম্যরসে কথার ফুলঝুরি 

শরৎচন্দ্রের দেবদাস করেছে মনটা চুরি,


মন জুড়ানো কাব্য রসদ হাওয়া ধরায় পালে

আকাশকুসুম সংস্কৃতি আজ সবি খেলো গিলে!

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য