ক্লান্ত হয়েছি সেই কবে

ক্লান্ত হয়েছি সেই কবে
মোহাম্মদ মুছা 

প্রহর গুনি আর দীর্ঘশ্বাস ফেলি
ক্লান্ত হয়েছি সে কবে ;
প্রান্ত আর পথিক এক নয় জানি
তবুও দুটো একে অন্যর, 
দিনটি কেমন ছিলো জানা নেই
তবে রাতটা গুটগুটে অন্ধকার
ভেবেছিলাম ঘোরে কাটিয়ে দিবো;
সেটি আর হলো কয় ?
অতীত আর বর্তমান ব্যপক তপাৎ
না ; আমি করিনি 
সবিইতো ভাগ্যের লিখন 
এইটি এখন শেষ সম্বল , 
ভাবনাটা না বড় বেঈমান
শেষটা নিয়েও টানাটানি, 
কাঁদায়, জলে ভাসাই নয়ন

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার