তোমারই অপেক্ষায়
তোমারই অপেক্ষায়
মোহাম্মদ মুছা
বসন্ত এসেছিলো ;
ফুটেছিলো ফুল
আগুনের শিখায় নয়, কৃষ্ণচূড়ায়
ঝলসেছে হৃদয় তুমুল ,
বর্ষা এসেছিলো ;
আকাশ ভরা মেঘ
কদম, কেয়া ফুটেছে কতো
হিজল লতায় ঝুলেছে আবেগ,
শরৎ ও এসেছিলো ;
হেসেছিলো কাশবন
শান্ত বিকেলে হিমেল হাওয়া
উদাসী করেছে এই মন,
প্রকৃতির ছদ্মবেশে
ছুঁয়েছো তুমি আমায় বারবার
ব্যর্থ আমি পায়নি নাগাল তোমার
পৃথিবী ঘুরছে তার নিজ অক্ষে
নিজ সীমারেখায়,
আমি আজো আছি তীর কেবল
তোমারিই অপেক্ষায়!
Comments