রহস্যের আজব কারিগর
রহস্যের আজব কারিগর
মোহাম্মদ মুছা
মানুষ রহস্যের আজব কারিগর
কেহ বাঁধে ঘর আবার কেহ যাযাবর,
গড়ে তোলে তাজমহল প্রেমের ঘোরে
নির্বাসনে যাই কেহ বিরহ বিভোরে,
আকাশে উড়ে বেড়াই দিগন্তের সন্ধানে
ফুল ফুটাই গড়ে বাগান প্রস্তর উদ্যানে,
অথৈই জলে ভাসে বৈটা হাতে তরী
প্রকৃতির বুক ছিঁড়ে সমতল করে গিরি,
অচিনকে সুচিন করে মাটি করে উর্বর
আবার কেহ উজাড় করে হয়ে বর্বর,
যদিওবা হরেক ভাষা হরেক রকম জাত
তবুও মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত।
Comments