ছুঁয়ে একটু দিলাম
ছুঁয়ে একটু দিলাম
মোহাম্মদ মুছা
পৃথিবীটা নিস্তব্ধ ঘুমিয়ে আছে শহর
নির্জনতায় পাশ কেটেছে প্রেম কুয়াশার বহর,
চাঁদটা বুকে নেমে এলো ছুঁয়ে একটু দিলাম
আমার মাঝে আমিতো নাই হারিয়েতো গেলাম!
রাত হেসেছে বাঁধ ভেঙেছে তোমার আমার তফাৎ,
এতো কাছে এসেছিলে মন পুড়ছে নিখাদ!
আবার কবে মরুর বুকে জলে বইবে স্রোত
বুকের মাঝে জড়িয়ে নিবো, নিবো প্রতিশোধ,,
Comments