প্রেমের যাঁতাকল
প্রেমের যাঁতাকল
মোহাম্মদ মুছা
তুমি আমায় পিশেছিলে
প্রেমের যাতাঁকলে,
সেই যাতনা আর বয়বেনা
মনটা কেঁদে বলে
স্মৃতির ফ্রেমে গেলো থেমে
আমার জীবন কাল,
জীবন তরী বয়ে মরি
দুলছে ছেঁড়া পাল
যুগের পরে যুগ পেরোবে
তুমি রবে অন্তরে,
অথৈজলে ঢেউয়ের কোলে
ভেসে রইবো কালান্তরে।
Comments