দগ্ধ হৃদয়
#দগ্ধ হৃদয়
মোহাম্মদ মুছা
স্বপ্ন আমার পাহাড় সম
এই জগতে আমি এক অধম,
হৃদয়তে ভালবাসার ছড়াছড়ি
একটু না হয় তা বাড়াবাড়ি
তাই বলে তুই হায়
ভাবলি কয়লার ছাই!
বাতাসে তা উড়িয়ে দিবি
মন যা চায় তা ভেবে নিবি?
মনটা আমার কেঁদে বলে
জ্বলবিরে তুই প্রেম অনলে,
না ; না, তা নয় অভিশাপ
দগ্ধ হৃদয় কেমন রয় নিরুত্তাপ
Comments