অনুভূতি

 অনুভূতি 

মোহাম্মদ মুছা 


চাঁদ কি ছোঁয়া যায়?

তবুও লোকের পিরীত--

চাঁদের সাথে কানাই কানাই 

এই যদি হয় অনুভূতি 

তোমার সাথে আমার পিরীত

কারো বাঁধা কি মানায় ?

 _____________________

পূর্নিমাতে চাঁদ হাসে 

শিহরণ জাগে শিরাই শিরাই

এই যদি হয় অনুভূতি 

তোমার সাথে আমার পিরীত 

লোকে কেন আড়চোখে চাই ?

_________________________

চাঁদের সাথে রাতের পিরীত

জোৎসায় আলোয় ভাসে

তোমার সাথে আমার পিরীত

স্বাক্ষী কেবল আমার সর্বনাশে !

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার