প্রেম যমুনা

 প্রেম যমুনায়

মোহাম্মদ মুছা 


আজি আকাশ ভিষণ অভিমানী

কাঁদছে কতো অঝোরে 

হৃদয় আমার ডুব দিয়েছে 

তোমার স্মৃতির গভীরে,


তারই যতো বুকের জ্বালা

মেটায়  কেঁদে কেঁদে

সব যাতনা বয়ে যাবে 

মিশে যাবে হ্রদে,


তোমার স্মৃতি মেঘের মতো

বুকে জমাট বাঁধে

অভিমানী মোর নয়ন খানি

আকাশের মতো কাঁদে,


আষাঢ়ের মতো ঝরবে সেতো 

ভাসবে তুমি জলোচ্ছ্বাসে

এতো জল বইবে ঢল 

খেল হারবে ঘূর্ণিঘ্রাসে, 


কূল ছেড়ে তাই আমি সেথায়

অপেক্ষাতে সব মোহনায়

তোমার কোমল হাতটি ধরে

ডুবে যাবো প্রেম যমুনায়!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার