এক মতবাদ

এক মতবাদ 
                  মোহাম্মদ মুছা 

আখির কোণে জলের জমাট
রূদ্রর কাছে শুকিয়ে নিবো,
একলা একা পাহাড় চুড়ায় 
যাতনা সব ছিটিয়ে দিবো,
ভাবনা যত শত শত
লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে নিবো,
আমার আমি যত দামী
আকাঙ্খা সব ছিবিয়ে খাবো,
সুখে নাকি দূঃখে আছি
দুইয়ের মাঝে তফাৎ গড়ে
কাদঁবো কেন মিছেমিছি ?
কারো কত আশার বানী
ধুয়ে মুছে বুকের গ্লানি, 
দাঁড়িয়েছি স্রোতের প্রতিকূলে
রুখেছি  ঢেউ শক্ত মনোবলে, 
ধনী গরীব ভাঙ্গবো তফাৎ 
করবো বিলীন ঘাত-প্রতিঘাত, 
গড়বো সুখের বিশাল প্রসাদ 
সাদা কালো এক মতবাদ, 
মানুষ মোরা মানব হবো
গাইবো সুরে মানবতায় জিন্দাবাদ। 
"ঘোর কাটিলো ;
আলোর দেখা পেতেই আপন গায়ে
চিমটি কেটে বুঝলাম,এবং ভ্রুক্ষেপে ভাবিলাম
নিশিতে কি আবোল তাবোল ভাবলাম"

"জঠিল কঠিন এই ভুবনে
কি আসে যায় মোর স্বপ্নে!,,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার