দ্রোহের আগুন

 দ্রোহের আগুন 

মোহাম্মদ মুছা 


দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি

পোড়েছে দেহ,পোড়েছে মন,পোড়েছে আরো কত কি?


আশার আলো দগ্ধ হয়ে স্বপ্ন পোড়ে ধোঁয়া হলো 

শূন্য আকাশে উড়িতে উড়িতে মেঘের রুপ নিলো,


আকাশ বলে - আমি দ্রোহি বজ্রতে বুক কাঁপায় 

বাতাস ও তাই বলে ভাই প্রবল বেগে সবি উড়াই, 


নদী  - বলে আমি দ্রোহি তরঙ্গে কূল ভাঙ্গায়

পাহাড় বলে আমি কিসের কম, এসে দেখ চূড়ায়। 


বৃষ্টি বলে - আমি দ্রোহি মেঘের মুক্তি চাই..... 

রুদ্র ঝলমল রংধনু বাহারি রঙে আকাশ রাঙায়, 


চারিদিকে এতো দ্রোহ বসে থাকা কি ঘরে যায়? 

দ্রোহের জগত বেছে নিলাম এই তো আমার দায় 


দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি 

জ্বলন্ত লাভা তবুও পোড়ায়,জ্বলতে বাকি রইলো কি? 


কাব্যগ্রন্থ - দ্রোহের আগুন

প্রকাশ কাল - ২০২০,অমর একুশে বই মেলা

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার