বসন্তটা যাক
বসন্তটা যাক
মোহাম্মদ মুছা
আজ আমি বিবর্ন নই
উচ্ছ্বসিত বসন্তের ছোঁয়ায়,
কোকিল ডাকে পলাশ ফুটেছে
বিমোহিত লাল কৃষ্ণ চুড়ায়,
অন্তরে জাগায় প্রেমে স্মৃতি
সেই যবে যে এসেছিলো
রঙ্গে রঙ্গিন ভাবনা সবি
শিহরনে আকাশ মাঠি মিশেছিলো,
ঘুমে আজি বিভোর নই
স্বপ্নের ডানায় ভেসে বেড়ায়
চারদিকে আজ এতো সুবাস
নির্মলতায় মন যে জুড়ায়,
বসন্ত "তো" আজ বসন্ত
মনের যত যতনা নিবৃত্তে থাক
আবার না হয় ফিরে আছিস
অন্তত বসন্ত "টা" যাক।
Comments