গুনহীন
গুনহীন
মোহাম্মদ মুছা
গুনহীন চিরদিন
পরাধীন রয়,
তলে তলে বাজায় বীন
অন্যরা যা কয়!
মন তার অতি ক্ষীণ
দোষ খুঁজে রয়,
নিজ তার কাজ কী
মনে নাহি রয়!
তোষামোদে কাটে দিন
নাহি লাজ হয়,
নাহি বিবেক, জ্ঞানহীন
আপনাতে বড় লয়!
গুনহীন চিরদিন
পরহিংসু হয়,
অন্যর অর্জিত জয়
তার নাহি সয়!
গুনহীন চিরদিন
পরাধীন রয়!
Comments