পাওনা টা দাও আমার
পাওনা টা দাও আমার
মোহাম্মদ মুছা
পাড়া গাঁয়ের হাবা ছেলটিও প্রেমে ঘোরে বিভোর,
আমায় বেলায় তুলছো তুমি নিয়ম-নীতির সুর,
হৃদয়টা কি আমার গড়া?দোষো আমায় বারবার
দোষলে দোষো বিধাতারে,দায়টানয় কি তার?
কেন দিলো হৃদয় জুড়ে কোমল আবরণ
ঝলসে কেন দেয়না সেটি সূর্যের তপ্ত কিরন
নদীর বুকের স্রোত দিয়েছে,তাতে হয়নি দায়!
পাল ছিঁড়ে যায়,কূল ভেঙে যায় পাগলা ঘুর্নি হাওয়ায়,
আকাশের বুকে চাঁদ,আরো আছে তারা
উদাসী মন যখন তখন করে দিশেহারা,
বসন্তে লাল কৃষ্ণচূড়া, বর্ষায় হলুদ কদম ফুল
লাল হলুদের বাহারিতে মন হয়ে যায় ব্যকুল,
প্রেম সৃষ্টি স্বর্গ থেকে, দায়টা বলো কার?
দোষলে দোষো বিধাতারে, পাওনা টা দাও আমার!
Comments