সর্বনাশ
সর্বনাশ
মোহাম্মদ মুছা
দালান কোটার চিপায় গলি
ইট পাথরের রঙ্গিন তুলি,
কবির ছন্দে হলো সর্বনাশ,
কোথায় গেলো সরষের অলি
খোঁজে না পায় পাকপাকালি
এই শহরই করলো সবি গ্রাস
হলো সর্বনাশ।
সবুজ শ্যামল কত কোমল
রাত পোহালেই হতাম বিমল
কবির ছন্দে হলো সর্বনাশ,
কোথায় গেলো জোনাকির দল
সবুজ বাতির আঁধার ঝলমল
এই শহরই করলো সবি গ্রাস
হলো সর্বনাশ।
গায় না মাঝি জারি সারি
নদীর বুকে বায়না তরী
কবির ছন্দে হলো সর্বনাশ,
পানকৌড়িদেট ডুব গেলো কই
রোদ্র ঝলকের জলের অথৈই
এই শহরই করলো সবি গ্রাস
হলো সর্বনাশ।
কাব্যগ্রন্থঃ-দ্রোহের আগুন
প্রকাশ কালঃ- অমর একুশে বই মেলা,২০২০
Comments