চেতনা আমার লুট হয়েছে
চেতনা আমার লুট হয়েছে
মোহাম্মদ মুছা
চেতনা আমার উইপোকা খাই
মন্দ লোকের আনাগোনায়
সত্যের কোথাও ঠাঁই আজি নাই,
সমাজ জিম্মি চাটুকারিতায়,
চেতনা আমার গুনে ধরেছে
শ্যাওলা জমেছে ভাবনায়
অঙ্গিকার আমার হেলছে দোলছে
এই কোন পরিত্যাক্ত আঙ্গিনায়?
নীতির দন্ড খন্ড খন্ড
আক্কেল গুমোড় আঘাতে
মানব বিবেক লন্ড-ভন্ড
আপন শিরটা নোয়াতে!
শষ্য ক্ষেতে ভূত নেমেছে
লাভ হবে কি কাকতাড়ুয়ায়?
চেতনা আমার লুট হয়েছে
কাটমোল্লা-দের ফতোয়ায়!
চেতনা আমার জম ধরেছে
সম্প্রীতি আজ নির্বাসনে
মৌলবাদরা জোট বেঁধেছে
মন ভেঙ্গেছে প্রহসনে ।
Comments