বিকৃত কাব্য মোহাম্মদ মুছা আকাশ যদি চিরকাল মেঘাচ্ছন্ন থাকতো তাহলে আমার হৃদয়কে তুমি আকাশ বলে চিনতে, নক্ষত্র আর ধুমকেতু রোজই ছুঁয়ে ছুঁয়ে বিহ্বল হতে আলোকরশ্মির তীব্রতায় অনুভবে ঝলসে যেতে, চাঁদের জোছনাও থাকতো সর্বদা দৃষ্টির গোচরে, পুরো আলোকবর্ষ জুড়ে মেঘের ঘনঘটা তাই বজ্রপাত ক্ষনিকের জন্যও ক্লান্ত হয়না, হৃদয় কাঁপায় অবিরত, মহাকাশের মতো কৃষ্ণগহ্বরও আছে এই হৃদয়ে বিষুবরেখা অতিক্রম করো না লিপ্সু নক্ষত্রের মতো, আচ্ছা বলোতো; যদি একটা চাঁদ বুকে পাঁজরে এসে পড়ে ভাবনা গুলো কি ভূল?
Comments