হৃদয় আমার বাঁধ ভেঙেছে

 হৃদয় আমার বাঁধ ভেঙেছে

মোহাম্মদ মুছা 


বুকেতে  প্রবল শ্বাস ছিলো

বাঁশি জুড়ে সুর,

দু’চোখেতে স্বপ্ন ছিলো

ভাবনায় ছিলাম বিভোর,


বাঁশিতে আর সুর ওঠেনা

কে নিয়েছে লুটে

চেপে রেখেছি বুকের ভিতর

বলছি না তো হাঁটে!


অচল এখন বুকের পাঁজর 

শ্বাস চলেনা তাতে,

বাঁশিটাতে জং ধরেছে 

রেখেছি তারে পোঁতে,


যে ছিল মোর স্বপ্ন আশা

 ঘর বেঁধেছে দূরে 

আমার ব্যাথা বুঝবে সে কী

জ্বলছি কেন পোড়ে!


জ্বলতে জ্বলতে কয়লা এখন

সবি তাহার দায় 

আরো বেশি জ্বলবো আমি

সব পোড়াবো লাভায়!


সর্ব বিশ্ব জ্বালিয়ে  দিবো

লুকাবে কোথায় গৌরব? 

আস্ত কেমন থাকো তুমি

থাকবে কেমনে নীরব!


হৃদয় আমার বাঁধ ভেঙেছে

চুপসে আছে ক্ষোভে,

যেখানে তুমি লুকিয়ে থাকো

জ্বলবে অনল তাপে।

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার