ভালোবাসার জয়গান

 ভালোবাসার জয়গান 

মোহাম্মদ মুছা 


মোগল গেলো তুর্কি গেলো ইংরেজ ও গেলো হটে

আমার রাজ্যে তুমি কেবল উঠে রইলে লাটে! 


বেনিয়াদের আনাগোনায় হলো শত বিবর্তন

তুমিও এসো রয়ে গেলো হৃদয়ে আমার চিরন্তন,


না মুছিলে হৃদয় হতে না সরিলে স্বপ্নে রাতে 

ভাঙছো হৃদয় প্রতিদিনই নিঃস্ব আমি তাতে,


জ্বলতে জ্বলতে কয়লা আমি তাইতো এখন বিপ্লবী

সইবে না আর কোন আঘাত শোনরে আমার অপ্সরী,


করবো আঘাত তোর সীমানায় কাঁদবে আকাশ ধ্বংসলীলায়

অহংকারের প্রাচীর ভেঙে  মিশিয়ে দিবো সবি ধুলায়,


আনবো তখন লুটিয়ে তোরে রাখবো বুকে জীবন ভরে

কার কি সাহস ছিনিয়ে নিবে ধরবো দুহাত শক্ত করে,


ভালোবাসার রটবে জয়গান দেখবে বিশ্ব জনে-জনে 

করবো তোরে মহারানী আমার মনের সিংহাসনে।

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা