শরতের কামনা
শরতের কামনা
মোহাম্মদ মুছা
শুভ্র সাদা মেঘ
তুলেছে জেগে আবেগ,
সাদা কাশফুলের সারি
মন জুড়েছে ভারী,
শরতের কথাই বলছি
তাতেই তোমায় খুঁজছি,
আসো কাশফুল ছুঁই
ঘাসের বিছানায় শুই,
গোধূলিলগ্নে হারিয়ে যায়
তৃষিত মন জুড়ায়,
শিউলু তুমুল সৌরভ
হবো দুজন মগ্ন ভৈরব!
Comments