চাঁদটা দিবো ছুঁয়ে
চাঁদটা দিবো ছুঁয়ে
মোহাম্মদ মুছা
চেনা পথে অচিন হয়ে
এখন আমি বৈরাগী,
রঙ্গিন জীবন পানশে হলো
রাতের সাথেই মিতালি,
বনফুলের স্নিগ্ধ সুবাস যখন
তপ্ত হাওয়ায় ভাসে
মনটা আমার উদাস এখন
ক্ষিপ্ত; অনল রোষে,
উদাসী মন চাই যে এমন
"নদী যখন থেমে গেলো
পাহাড় পড়ুক নুয়ে
আকাশটা আজ ভেঙ্গে পড়ুক
চাঁদটা দেবো ছুঁয়ে"
Comments