ভাবনা শত জটিল হলেও
ভাবনা শত জটিল হলেও
মোহাম্মদ মুছা
#বুকের ভিতর খাদঁ হয়েছে
রাতটা অনেক গভীর হলেও
চোখ দুটো ঠিক তীর রয়েছে,
বুকে শত স্বপ্নের আনাগোনা
রাতের বেলা হতাশ হলেও
ভোরের আলো করবে আনমনা?
একা একা আকাঁ বাকাঁ
ভাবনা শত জটিল হলেও
সেই পথের ধুর হল দেখা,
যে পথে মোর আমি বিভোর
শত বাধাঁ কাটাঁ হলেও
আধাঁর রবে; হবেনা কি ভোর ?
Comments