ওরে শকুন
ওরে শকুন
মোহাম্মদ মুছা
শকুনে পাক ঝাপটায় শুকনো পাতা উড়ে
বকের ছানা দিশেহারা প্রান বাঁচাতে দৌড়ে,
বাতাস আজ ভারী আকাশ লাজে কাঁদে
মাটির ভিষণ ক্ষোভ স্বাক্ষী ছোবল বদে,
"ওরে শকুন"
আকাশ কারো ঠিকানা নয়
চাঁদ তারারাও ভাসে
মেঘের যত বাহাদুরি বজ্রপাতেই খষে,,
Comments