দায়ভার

 দায়ভার 

মোহাম্মদ মুছা 


বলো প্রভু ভূল কার

তাহারে খুঁজিতে খুঁজিতে

পথের বাঁকে আজ একাকার,

গড়িয়েছে এতো বেলা

নেমেছে শহর জুড়ে অন্ধকার,


হুতোম প্যাঁচার ডাকে

নীল জোছনার বাঁকে

করছে মন উতাল,

পাবো কোথায় তাকে

হয়তো তারার ঝাঁকে

হলাম আজি মাতাল,


রাত যতোটা গভীর

মন ছুটেছে সবির

দম থেমেছে বারবার,

ভাবনায় ডুবে নিবিড়

বাঁধ ভেঙেছে সমীর

পাল ছিঁড়েছে আমার,


বলো প্রভু ভূল কার

তাহারে বাসিতে বাসিতে

আপনার জীবন আজ ছারখার

পুড়েছে পুরোটা হৃদয়

চারিদিকে কেবল দগ্ধ হাহাকার, 


বলো প্রভু ভূল কার

এতো মায়া তাহার লাগি

সহিতে সহিতে মরি নির্বিকার

নিঃস্ব আমি পুরোদমে

তবুও তাহারে চাহি বারবার, 


বলো প্রভু ভূল কার

উদাসী মন বুঝেনা দায়ভার!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার