ক্রান্তিকালের কাব্য
ক্রান্তিকালের কাব্য
মোহাম্মদ মুছা
চোখের জল ঝরেছে তো অঝোরে
কয় ফোঁটা হিসেবে করে দেখিনি,
বুক ভিজেছে অন্তর শুকিয়েছে শ্যাওলা
জমেছে চোখের পাতায় তবুওতো ভুলিনি।
কতো পথ হেঁটেছি প্রান্ত ছুঁইবো বলে
যেথায় মিশেছে আকাশের সীমানা,
ফুরিয়েছে বেলা আঁধার করেছে তাড়া
তবুও ছুটেছি একা আমি আনমনা।
নির্ঘুম কেটেছে প্রহর মাথার উপর
বয়ে গেলো কতো পুর্নিমার চাঁদ,
কেন তুমি আসোনি কেন ভালোবাসনি
সইবো বলো কতো আর পরাগত ?
আমার চারিপাশ জুড়ে আজ হাহাকার
পুড়েছে কপাল হয়েছি ঝলসে ছারখার
আজো কি হাসবে? আমার আছে কি আর
বলো এইজগতে হারাবার !
Comments