চেতনা হলো বৃথা
চেতনা হলো বৃথা
মোহাম্মদ মুছা
যুগটা এখন নাইতো তেমন
গুনিজনের মান করা,
হাতছানি দেয় আঁধার কালো
সভ্যতা আজ দিশেহারা,
অসৎ লোকের দাপট বিষন
তারা'তো' আজ নেতা,
তাইতো সমাজ পশ্চাতে যায়
চেতনা হলো বৃথা,
মুখে সবার ফোটে বুলি
বদলে দেওয়ার স্লোগান
তারাতো ভাই আসল দানব
লুটে বনে বলীয়ান,
এমন করে আর কতদিন
আমজনতা ঘুমাবে,
আসলেই দিন বদলে দিতে
কখন রুখে দাঁড়াবে ?
Comments