রক্ত যখন দিয়েছি
রক্ত যখন দিয়েছি
মোহাম্মদ মুছা
রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দিবো,
তবুও স্বাধীনতা ছিনিয়ে আনবো,
এই বারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এই বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আজ এই স্বাধীন বাংলা তারই অবদান।
"তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাক"
তার অন্তরালে বাংলার মান রাখো,
"প্রত্যেক গ্রাম-গঞ্জে,ইউনিয়নে,
প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে
সংগ্রাম পরিষদ গড়ে তোলো "
মুক্তিকামী সংগ্রামী জনতাকে ঐক্য গড়ে দিলো,
মুজিবের বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক-
গর্জে উঠলো বাঙ্গালী, বিশ্ব হতবাক,
ঘুমন্ত নিরস্ত্র পাক-হায়েনাদের আক্রমন
বীর বাঙ্গালী শপত ভীত নয় মোরা,
তান্ডবে তান্ডবে রক্তের সাগরে পরিণত
এই বাংলার মাটি,
যায়নি বৃথা রক্তের স্রোত
বঙ্গবন্ধু যে স্বাধীনতার দূত ।
Comments