ভাঙা তরী

 ভাঙা তরী 

মোহাম্মদ মুছা 


এইপার ওপার উজাড় করি

উজানে ভাসায় ভাঙা তরী,

সুখ খুঁজিতে ঐপারে যাই

যাত্রা কালে সবিতো দায়! 


পথিক হয়ে অচিন পথে 

ভ্রান্ত আমি আপন মতে

আজো কেন পথ হারাই

তাড়াই বিবেক আজো তাড়াই, 


দিনের পর দিন প্রতিদিন

সুখের নেশায় বাজাই বীন

রাতের পরে রাত প্রতিরাত

চোখে চোখে রাখি চাঁদ, 


হঠাৎ আকাশ মেঘলা হলো

চাঁদখানা গোটা গিলে খেলো

জীবনটা গোল্লায় গেলো সর্বনাশে

আমিও গেলাম আঁধারে মিশে,


ভাঙা তরীর বিষাদ গল্প

এইখানেতে শেষ নয়

আঁধার এখন মিত্র আমার

চোখের জলের বিনয়!


কাব্যগ্রন্থঃ- দ্রোহের আগুন

প্রকাশ কাল ঃ- অমর একুশে বই মেলা-২০২০, ঢাকা

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা