স্মৃতিতে অম্লান মোহাম্মদ মুছা তিমির পোহাতেই নিস্তব্ধতা ঘ্রাস করে নিলো স্বাধীন বাংলার মাটি, আকাশে,বাতাসে বারুদের গন্ধ, কি জানি কি জানান দিচ্ছিলো, ঘাতকের বুলেট পিতার বুক ভেদ করে মেজেতে পড়েছিলো, অতঃপর হিমালয় ধসে পড়েছে ; আক্ষেপে মৃত্তিকার বুক ফাটে,পত্র-পল্লব স্থির, থেমে গেলো নদীর স্রোত সাগরের ঢেউ, সেই দিন জাগেনি পাখপাখালি ; গুনে ধরা বিকৃত মস্তিষ্কের অমানুষ গুলো কলংকের কালিমার দাগ লেপে দিলো বাঙ্গালী জাতির অবয়বে, মৃত্যু হলো স্বপ্নের, সোনার বাংলা গেলো নির্বাসনে, অদ্ভুত জাতি আমরা মীর জাফরের মনসনদে নিকৃষ্ট লুলোপ দৃষ্টি পলাশীর প্রান্তর পেরিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে ছুঁয়েছে, আরো একটি কালো অধ্যায়! কাপুরষ, ঘাতক, আর মীর জাফর যাই বলিনা কেন ওরা তারাই, ওরা অপশক্তি, যাদের নীল ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হলো আজকের এই লাল- সবুজের পতাকা, এখানেই তারা পরাজিত আর প্রতিশোধের বলী...