বারো মাস

 #বারো মাস 
মোহাম্মদ মুছা

শুষ্ক ছিলো দেহ মন
শুষ্ক ছিলো আশা, 
বৈশাখ ছিল যেমন তেমন
জৈষ্ঠ্য করিল নিরাশা;
আষাঢ় মাসে স্বপ্ন বোপন
শ্রাবন ঢলে ভাসে
দুঃখ আমার পিছন নিলো
ভাদ্র দেখে হাসে ;
আশ্বিনেতে সবুজ শ্যামল
কার্তিকে রুপালি রুপ, 
তৃষ্ণা আমার পিপাস হলো
অগ্রাহনে শিতল ক্ষোভ ;
পৌষ বাতাসে কুয়াশার ঢল
মাঘে মেঘে দেখা
ফাগুন এলো আগুন ঝরে
চৈতন্যতে হলো ফাঁকা, 
এই হলো মোর বারো মাস
পুড়া কপাল হাসে
দুঃখ আমার এমন কেন? 
বারো- ই - মাসে!

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার