বসুধার বুকে

বসুধার বুকে 
মোহাম্মদ মুছা 

আতঙ্কে ভরা কাটছে দিন
ভাবনা গুলো রোজ ছুটছে অরন্যের গহিন,
রাত যায় দিন যায়
মৃত্যুর মিছিল দেখে বিশ্ব ধুঁকছে হতাশায়,
শক্তি পরাশক্তি সবি কপোকাত 
রুখিতে পারেনি কেহ আজো প্রকৃতির আঘাত,
আশার আলো ক্ষীণ হয়ে
দিন দিন প্রতিদিন কাতর মানুষ মৃত্যুর ভয়ে,
এমন বিভীষিকায় জাগ্রত মানবতা
করিবো জয় হবে সূর্যদ্বয় সহায় হোক বিধাতা,
দূরে থেকে কাছাকাছি
একে অন্যের পাশাপাশি,
দেশ বাঁচলে নিজে বাঁচি 
বিশ্বাসে আজো আছি,
এই মহামারী দিবো রুখে 
হাসিবো মোরা আবারো এই বসুধার বুকে,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার