ভালোই আছি!
#ভালোই আছি,
যদিও বা নিশ্বাস নিতে কষ্ট হয়
ধূলো আর ধূলো,
চাইলে কি আর এতো ধূলো খাওয়া যায় !
তাই ধূলোর চাদঁর গায়ে জড়িয়ে,
এইতো ফিরলাম মাত্র ;
আর গলগলা করে একটা আস্ত বড় কলা গিলে খেলাম,
কন্ঠ নালীতে কোথাও যেন ধূলাে জমে না থাকে ;
তবুও বলি ভালই তো আছি ;
যদিও বা নিশ্বাস নিতে কষ্ট হয়
কষ্ট হলেও, সন্তুষ্ট আছি
আস্ত একটা বড় কলা গিলে খেয়েছি......
Comments