বিহ্বলতা
বিহ্বলতা
মোহাম্মদ মুছা
কষ্টে ধুঁকছে মন
নষ্ট চিন্তাধারা,
আপনারে রেখে গোপন
হয়ছি পথহারা।
নষ্ট আমি কষ্ট বুকে
তোরই ছবি আঁকি,
সেই ছবিটা চোখে চোখে
আট প্রহরেই রাখি।
বেহুলা মন যখন তখন
তোরে একটু ছুঁয়ে
অন্ত-চক্ষুর নীরব রোদন
বেদনা যায় ধুয়ে!
বিহ্বলতা
মোহাম্মদ মুছা
কষ্টে ধুঁকছে মন
নষ্ট চিন্তাধারা,
আপনারে রেখে গোপন
হয়ছি পথহারা।
নষ্ট আমি কষ্ট বুকে
তোরই ছবি আঁকি,
সেই ছবিটা চোখে চোখে
আট প্রহরেই রাখি।
বেহুলা মন যখন তখন
তোরে একটু ছুঁয়ে
অন্ত-চক্ষুর নীরব রোদন
বেদনা যায় ধুয়ে!
Comments