অজ্ঞ রাজনীতির বিজ্ঞ মাঠকর্মী

 অজ্ঞ রাজনীতির বিজ্ঞ মাঠকর্মী

        মোহাম্মদ মুছা 


আমি অবাক হয়নি কিংবা হতবাক ও না

যখন তারা হাসিনা এ ডটার টেল নিয়ে প্রশ্ন তুলে ! 

তারাতো মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে ! 

জয় বাংলা না বলে জিন্দাবাদ স্লোগান তুলে

জাতির জনকের হত্যার দিনে শুভ জন্মদিন পালন করে! 

স্বাধীনতার ঘোষনা নিয়ে মিথ্যার আশ্রয়ে একজন মেজরকে স্বাধীনতার ঘোষক বলে! 

ইতিহাসের জগন্যতম হত্যা ১৫ই আগষ্টের খুনিদের নিরাপদ নিবাস নিশ্চিত করে ! 

দীর্ঘ ২১ বৎসর ৭ ই মার্চের ভাষন বন্ধ করে রেখে ইতিহাস বিকৃত করেছিল ! 

২১ শে আগস্ট বোমা মেরে বাংলার বুকে হত্যার রাজনীতি ইতিহাস উজ্বল করেছিল ! 

তাতে আবার জজ্ মিয়া নাটক এটে দেশবাসীর সাথে প্রতারনা করেছিল ! 

আমি অবাক হবোনা হতবাক ও না 

যদি আরেকটি বিবর্ন আগষ্ট ফিরিয়ে আনে ! 

তারা পারে জনগনকে বোকা বানাতে প্রতারনার মঞ্চে এক হয়ে ! 

তারা পারে কাধেঁ মিথ্যার থলে ঝুলিয়ে গনতন্ত্রের পুনরুদ্ধারের নামে রাজপতে অগ্নি সন্ত্রাস করতে ! 

তারা পারে ঠাকুর মার ঝুলি থেকে একে একে গল্প বের করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র আটতে ! 

তারা পারে আমাদের নিয়ে খেলতে এবং খেলাতে ! 

আছিতো আমার তাদের সাথে অন্ধ আদর্শের অনুসারি ! 

অজ্ঞ রাজনীতির বিজ্ঞ মাঠকর্মী !

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা