বিবর্ন_বানী
#বিবর্ন_বানী
মোহাম্মদ মুছা
ধৈর্যের ফল সুমধুর
সেই আশায় আজো বিভোর,
সঙ্গ দোষে লোহা ভাসে
সৎ সঙ্গ নুয়েছি ঘাসে,
সুখে থাকলে নাকি ভূতে কিলায়
দুঃখের মাঝে ও পড়েছি এই কোন পাল্লায়? সস্তার তিন অবস্থা
দামে কিনেও লাভ কেবল খালি বস্তা,
হাগা কুকুরের বাঘা নাম
এই সমাজে তাদেরই বেশি দাম ;
নাচঁতে না জানলে উঠান বাকাঁ
মামার জোর থাকলে তারে আর কে টেকা,
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষ করেনা
আমার বেলায় দুঃখ স্রোত তীর ছাড়েনা,
ঢ়েকিঁ নাকি স্বর্গেও ধান ভাঙ্গে
সেও রাখেনি কথা আমার সঙ্গে,
খালি কলসি বেশি বাজে
ভরা কলসী আসল কোন কাজে?
নিচক এই সব কথার কথা
আমায় করে বিব্রত অযথা,
Comments