চূড়ান্ত বিজয়
চূড়ান্ত বিজয়
মোহাম্মদ মুছা
মান অভিমান ভূলে গিয়ে
যেতে হবে বহুদূর এগিয়ে,
রূখতে হবে আধাঁর রাত
উকিঁ দিচ্ছে সোনালী প্রভাত।
আইরে সবাই আইরে আই
ডাক এসেছে জয় বাংলায়,
বিজয় নিশান উড়বে সবে
সোনার বাংলা গড়তে হবে ,
গর্জে ওটার এইতো সময়
জয় বাংলার করিতে জয়।
আইরে সবাই আইরে আই
ঐক্য হয়ে এগিয়ে যায়,
নবীন প্রবীন এক সারিতে
নৌকা মার্কা সীল মারিতে,
তবেই হবে চুড়ান্ত বিজয়
নিশ্চয়, জয় বাংলার জয় ।
Comments