Posts

Showing posts from January, 2022

কষ্টের আড়তদারি

 কষ্টের আড়তদারি মোহাম্মদ মুছা তুমি কাঁদছো কেন চোখের জল মুছে দিই?  না, কষ্টগুলো জল হয়ে চোখ দিয়ে ঝরতে দাও, না, আমি তা চায়না তোমার চাওয়া না চাওয়া আমার কিছু যায় আসে না,  আমি কাঁদবো আরো কাঁদবো  অবিরত চোখের জল ফেলবো জল নাকি যেদিকে গড়ায় সেই দিকে নদী সৃষ্টি হয়, যে নদীর মালিকানা হবে তুমি আমার কেবল উত্তাল ঢেউ, কূল ভাঙবে ঢেউয়ের আঘাতে যা দেখে তুমি অস্থির হবে,  বসত বাড়ী কেমন রুখবে? আমি মানে আমার জল তোমায় নিঃস্ব করবে হবে ফেরারি  অবশেষে জানবে কেন আমি করি                        কষ্টের আড়তদারি।

আসলে কেন?

 আসলে কেন? মোহাম্মদ মুছা তুমি কি তাই           কর বড়াই? দিয়েছি বলে         দু হাত বাড়াই, নিব হিসাব        কানাই কানাই বসলে কেন?        দু ছোখ জোড়ায় হাসলে কেন?         দু ঠোঁট মিলাই ডাকলে কেন?         মায়াবী সুরলায় হাটঁলে কেন?          আলতা পায়ে মাখলে কেন?          সুবাস গায়ে পড়লে কেন?         বেলি কোপাই আসলে কেন?         নির্জন ভাবনায়

বিবর্ন_বানী

 #বিবর্ন_বানী মোহাম্মদ মুছা ধৈর্যের ফল সুমধুর  সেই আশায় আজো বিভোর,  সঙ্গ দোষে লোহা ভাসে সৎ সঙ্গ নুয়েছি ঘাসে,  সুখে থাকলে নাকি ভূতে কিলায় দুঃখের মাঝে ও পড়েছি এই কোন পাল্লায়? সস্তার তিন অবস্থা  দামে কিনেও লাভ কেবল খালি বস্তা,  হাগা কুকুরের বাঘা নাম এই সমাজে তাদেরই বেশি দাম ; নাচঁতে না জানলে উঠান বাকাঁ মামার জোর থাকলে তারে আর কে টেকা, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষ করেনা আমার বেলায় দুঃখ স্রোত তীর ছাড়েনা,  ঢ়েকিঁ নাকি স্বর্গেও ধান ভাঙ্গে সেও রাখেনি কথা আমার সঙ্গে,  খালি কলসি বেশি বাজে ভরা কলসী আসল কোন কাজে?  নিচক এই সব কথার কথা আমায় করে বিব্রত অযথা,

অজ্ঞ রাজনীতির বিজ্ঞ মাঠকর্মী

 অজ্ঞ রাজনীতির বিজ্ঞ মাঠকর্মী         মোহাম্মদ মুছা  আমি অবাক হয়নি কিংবা হতবাক ও না যখন তারা হাসিনা এ ডটার টেল নিয়ে প্রশ্ন তুলে !  তারাতো মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে !  জয় বাংলা না বলে জিন্দাবাদ স্লোগান তুলে জাতির জনকের হত্যার দিনে শুভ জন্মদিন পালন করে!  স্বাধীনতার ঘোষনা নিয়ে মিথ্যার আশ্রয়ে একজন মেজরকে স্বাধীনতার ঘোষক বলে!  ইতিহাসের জগন্যতম হত্যা ১৫ই আগষ্টের খুনিদের নিরাপদ নিবাস নিশ্চিত করে !  দীর্ঘ ২১ বৎসর ৭ ই মার্চের ভাষন বন্ধ করে রেখে ইতিহাস বিকৃত করেছিল !  ২১ শে আগস্ট বোমা মেরে বাংলার বুকে হত্যার রাজনীতি ইতিহাস উজ্বল করেছিল !  তাতে আবার জজ্ মিয়া নাটক এটে দেশবাসীর সাথে প্রতারনা করেছিল !  আমি অবাক হবোনা হতবাক ও না  যদি আরেকটি বিবর্ন আগষ্ট ফিরিয়ে আনে !  তারা পারে জনগনকে বোকা বানাতে প্রতারনার মঞ্চে এক হয়ে !  তারা পারে কাধেঁ মিথ্যার থলে ঝুলিয়ে গনতন্ত্রের পুনরুদ্ধারের নামে রাজপতে অগ্নি সন্ত্রাস করতে !  তারা পারে ঠাকুর মার ঝুলি থেকে একে একে গল্প বের করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র আটতে !  তারা প...

চূড়ান্ত বিজয়

 চূড়ান্ত বিজয়                 মোহাম্মদ মুছা মান অভিমান ভূলে গিয়ে যেতে হবে বহুদূর এগিয়ে, রূখতে হবে আধাঁর রাত উকিঁ দিচ্ছে সোনালী প্রভাত। আইরে সবাই আইরে আই ডাক এসেছে জয় বাংলায়, বিজয় নিশান উড়বে সবে সোনার বাংলা গড়তে হবে , গর্জে ওটার এইতো সময় জয় বাংলার করিতে জয়। আইরে সবাই আইরে আই ঐক্য হয়ে এগিয়ে যায়,  নবীন প্রবীন এক সারিতে নৌকা মার্কা সীল মারিতে, তবেই হবে চুড়ান্ত বিজয় নিশ্চয়, জয় বাংলার জয় ।

আত্মবিচ্ছেদ

 আত্মবিচ্ছেদ মোহাম্মদ মুছা আমার সাথে আমার দূরত্ব প্রতিক্ষনে বাড়ছে, নিয়তিকে আর কতো দোষী বলো, পৃথিবীর নীতিই আমার এখন প্রতিপক্ষ অথচ তুমি মহা আদর্শিক নীতির অনুসারী, পৃথিবীটা তোমার আজ্ঞাবহ বললে চলে তুমি শ্বাস নাও নির্মল,সুখের সখ্য বিমোহিত  আর আমি বিষাক্ত শ্বাসে বিচলিত তোমারতো পৃথিবীর সাথে আঁতাত সেই কবে থেকে আমার আত্মবিচ্ছেদ আমাকে একা করেছে তোমাকে খুঁজতে খুঁজতে সবি এখন অচেনা তুমি আত্মবিচ্ছেদের যাতনা বুঝবে কি? পৃথিবীর যত আহ্লাদ তোমার চারিপাশ জুড়ে আছে তাইতো তুমি বিধাতার কাছে প্রতিদান দিতে মহামরিয়া আর আমি... কিচ্ছুটি পায়নি বিধাতা সাথে লড়ছি আর কতো লড়বো অজানা, লড়ে যাবো অনন্তকাল।  পৃথিবীতে কেউ লড়ে হারেনি হয় বিনাশ হয়েছে, না হয় দখল করেছে অধিকার আমি সেই ক্ষণের অপেক্ষায়! মুছে দিবো সীমানা,বিলুপ্ত হবে সিংহাসন।

অন্তঘাত

 অন্তঘাত মোহাম্মদ মুছা ছুটি অন্তঘাত কাঁধে বয়ে ছুটি সেইতো কবে নিলো সবি লুটি, নিথর স্বপ্ন ঝাঁকুনি দেয় অবিরত আঘাতে আঘাতে বক্ষ ক্ষতবিক্ষত, আমি শূন্য আমি পরিপূর্ণ নির্বাক আমি অপূর্ণ তাই বেলা থেমে যাক, বিদ্রোহী প্রহর তাড়া করে রোজকার আর কতো সহিবো বিরহের হাহাকার,