আসলে কেন?
আসলে কেন?
মোহাম্মদ মুছা
তুমি কি তাই
কর বড়াই?
দিয়েছি বলে
দু হাত বাড়াই,
নিব হিসাব
কানাই কানাই
বসলে কেন?
দু ছোখ জোড়ায়
হাসলে কেন?
দু ঠোঁট মিলাই
ডাকলে কেন?
মায়াবী সুরলায়
হাটঁলে কেন?
আলতা পায়ে
মাখলে কেন?
সুবাস গায়ে
পড়লে কেন?
বেলি কোপাই
আসলে কেন?
নির্জন ভাবনায়
Comments