Posts

Showing posts from June, 2021

গুনহীন

 গুনহীন  মোহাম্মদ মুছা  গুনহীন চিরদিন পরাধীন রয়, তলে তলে বাজায় বীন অন্যরা যা কয়! মন তার অতি ক্ষীণ দোষ খুঁজে রয়, নিজ তার কাজ কী মনে নাহি রয়! তোষামোদে কাটে দিন নাহি লাজ হয়, নাহি বিবেক, জ্ঞানহীন আপনাতে বড় লয়! গুনহীন চিরদিন  পরহিংসু হয়, অন্যর অর্জিত জয়  তার নাহি সয়! গুনহীন চিরদিন  পরাধীন রয়!

প্রেম যমুনা

 প্রেম যমুনায় মোহাম্মদ মুছা  আজি আকাশ ভিষণ অভিমানী কাঁদছে কতো অঝোরে  হৃদয় আমার ডুব দিয়েছে  তোমার স্মৃতির গভীরে, তারই যতো বুকের জ্বালা মেটায়  কেঁদে কেঁদে সব যাতনা বয়ে যাবে  মিশে যাবে হ্রদে, তোমার স্মৃতি মেঘের মতো বুকে জমাট বাঁধে অভিমানী মোর নয়ন খানি আকাশের মতো কাঁদে, আষাঢ়ের মতো ঝরবে সেতো  ভাসবে তুমি জলোচ্ছ্বাসে এতো জল বইবে ঢল  খেল হারবে ঘূর্ণিঘ্রাসে,  কূল ছেড়ে তাই আমি সেথায় অপেক্ষাতে সব মোহনায় তোমার কোমল হাতটি ধরে ডুবে যাবো প্রেম যমুনায়!

পাওনা টা দাও আমার

পাওনা টা দাও আমার মোহাম্মদ মুছা  পাড়া গাঁয়ের হাবা ছেলটিও প্রেমে ঘোরে বিভোর, আমায় বেলায় তুলছো তুমি নিয়ম-নীতির সুর,  হৃদয়টা কি আমার গড়া?দোষো আমায় বারবার  দোষলে দোষো বিধাতারে,দায়টানয় কি তার?  কেন দিলো হৃদয় জুড়ে কোমল আবরণ  ঝলসে কেন দেয়না সেটি সূর্যের তপ্ত কিরন নদীর বুকের স্রোত দিয়েছে,তাতে হয়নি দায়! পাল ছিঁড়ে যায়,কূল ভেঙে যায় পাগলা ঘুর্নি হাওয়ায়, আকাশের বুকে চাঁদ,আরো আছে তারা উদাসী মন যখন তখন করে দিশেহারা, বসন্তে লাল কৃষ্ণচূড়া, বর্ষায় হলুদ কদম ফুল লাল হলুদের বাহারিতে মন হয়ে যায় ব্যকুল, প্রেম সৃষ্টি  স্বর্গ থেকে, দায়টা বলো কার?  দোষলে দোষো বিধাতারে, পাওনা টা দাও আমার! 

হৃদয় আমার বাঁধ ভেঙেছে

 হৃদয় আমার বাঁধ ভেঙেছে মোহাম্মদ মুছা  বুকেতে  প্রবল শ্বাস ছিলো বাঁশি জুড়ে সুর, দু’চোখেতে স্বপ্ন ছিলো ভাবনায় ছিলাম বিভোর, বাঁশিতে আর সুর ওঠেনা কে নিয়েছে লুটে চেপে রেখেছি বুকের ভিতর বলছি না তো হাঁটে! অচল এখন বুকের পাঁজর  শ্বাস চলেনা তাতে, বাঁশিটাতে জং ধরেছে  রেখেছি তারে পোঁতে, যে ছিল মোর স্বপ্ন আশা  ঘর বেঁধেছে দূরে  আমার ব্যাথা বুঝবে সে কী জ্বলছি কেন পোড়ে! জ্বলতে জ্বলতে কয়লা এখন সবি তাহার দায়  আরো বেশি জ্বলবো আমি সব পোড়াবো লাভায়! সর্ব বিশ্ব জ্বালিয়ে  দিবো লুকাবে কোথায় গৌরব?  আস্ত কেমন থাকো তুমি থাকবে কেমনে নীরব! হৃদয় আমার বাঁধ ভেঙেছে চুপসে আছে ক্ষোভে, যেখানে তুমি লুকিয়ে থাকো জ্বলবে অনল তাপে।