Posts

নিঃসঙ্গ ভাবনা

 নিঃসঙ্গ ভাবনা মোহাম্মদ  মুছা  দু’চোখে ঘুম নেই রাত হলো আজি কাল  এই বুঝি ভোর হলো অপেক্ষায় মন উতাল, দেয়ালেতে ঝুলে আছে আধমরা বেহায়া ঘড়ি উল্টো পথে চলছে যেন তার সাথে মোর আড়ি, চাঁদের সাথে দ্বন্দ্ব কিসের থমকে সে-ও আছে ইচ্ছে করে আকাশ হতে দিতে তারে মুছে, পাখপাখালির ঘুম ভাঙেনা ক্ষোভ জানিনা তাদের তারা-ও কি মুখিয়ে আছে ; তীব্র প্রতিশোধের? ভুলটা আমার মায়ার জালে আটকে কেন গেলাম নীলঞ্জনার ছলনাতে আঁধার খুঁজে নিলাম।

রাজ্য বিনাশ

 রাজ্য বিনাশ  মোহাম্মদ মুছা  পদ্মমধু খেয়ে সাধু বনেছো আজ মহাজন বেল পাকিলে কাকের কি, জানে তাহা সর্বজন, পরের ধনে পোদ্দারি করছো হেসে খেলে পিটের দন্ড আটি হবে আমজনতার কিলে, জিহ্বা দিয়ে লালা ঝরে চেটেপুটে খাইতে বিঁধলে যবে গলায় কাটা পারবে কি'তা সইতে? বন্দী ছিলো খাঁচায় শুকুন শিকল হায়েনার গলে মাশুল তোমায় দিতে হবে যেয়ে নাকো ভুলে, আমজনতার পিট ঠেকেছে পোড়া মাটির দেয়ালে আসবে আঘাত,সব-কটি দাঁত রইবে না তুর চোয়ালে,

জেব্রা ক্রসিং

 জেব্রা ক্রসিং মোহাম্মদ মুছা  এটি যদি আমার শেষ কবিতা হয়  তাহলে লিখে গেলাম- রক্তের বন্যায় ভাসতে থাকা কপালপোড়া মা জননী পৃথিবীর কোন সভ্যতা শতবছর বন্যায় ডুবে থাকেনি, যে বাঁধ ভেঙে নেমেছে ঢল সেই বাঁধে'ই নিম্নগামী জল,

প্লাবনের প্রতিঘাত

 প্লাবনের প্রতিঘাত মোহাম্মদ মুছা  আছে কতো লেনাদেনা জগতের এপার ওপার দিতে হবে পাড়ি মোরে অজানা পথ নির্বিকার, শুধিতে হবে দেনা ; পাওনার হিসাব থাক মহাকালের ডাক আসিবে হিসাব কষে রাখ, ক্ষমা করো সুহৃদ মোরে এমন মন্দা কালে বিষন রকম হৃদয় জখম ফুটু নায়ের পালে, স্রোতে কোলে মনের ভুলে নদ হয়নি পার তাই বলে কি থমকে যাবো ত্রিভুবনে ধার, নায়টা আমার কেঁড়ে নিলো প্লাবনের ঝড়ে দুঃখ আমার সঙ্গী হলো বারো মাসটা জুড়ে, তাতে বুঝি হলো আমার মহাসাগর চেনা নায়ের বদল সাঁতার কেড়ে স্বপ্ন হবে বোনা,

অর্জন বিসর্জনে

 অর্জন বিসর্জনে মোহাম্মদ মুছা  চারিদিকে বিবেক পোড়া বিভৎস কি গন্ধ  আত্মার সাথে সত্ত্বার চরম নিখুঁত দ্বন্দ্ব, রাজাকার এখন চরম ভাবে সেজেছে দেশদরদী  ভেজাল দুধে বানাই রোজই হাড়ি ভর্তি  দধি, দেশ বাংলার স্বাধীনতায় করছিলো যারা বিরোধ চিত্ত হেসে প্রতিশোধে ঘুমটায় করে প্রমোদ, প্রতিশোধের আগুন নেভায় দরুন ছদ্মবেশে তলে তলে চলছে ভেসে জিন্দাবাদই পোষে, রসাতলে যাবে কবে সোনার বাংলা মুর্দাবাদ ঘরে ঘরে জনে জনে বদ ছড়াবে মৌলবাদ, জেগে আছি থাকবো জেগে জয় বাংলার স্লোগানে জয় বাংলার জয় হয়েছে ত্রিশলক্ষ তাজা প্রানে, হয় প্রান নয় ধান কোনটা নিবি কেড়ে অত সহজে যাচ্ছি না'তো সোনার ছেড়ে।  জয় বাংলা,

বিপ্রতীপ

 বিপ্রতীপ মোহাম্মদ মুছা  পাকা ধানে হানা দিলো পঙ্গপালের দল গোলায় ভরা হইলো না আর সোনালি ফসল, কানামাছি ভূ ভূ বর্গী মুচকি হাসে ঘরে ঘরে মঙ্গা হবে রক্ত খাবে চুষে, পঙ্গপালের সেনাপতি মহাজনের নাই'কো জুড়ি  রাক্ষুসে মন শান্ত মশাই আখের গোছায় তড়িঘড়ি,  বন্যা খরা ঝড়-ঝাপটা শত বাঁধা পেরিয়ে  তিলেতিলে গড়া দেশটা বিদ্বেষ দিলো ছড়িয়ে,  জাগো জাগো আমজনতা দেশটা আগে বাচাও থাকতে বেলা ছাড়ো হেলা পঙ্গপালদের তাড়াও।

অন্তর নির্বিকার

 অন্তর নির্বিকার মোহাম্মদ মুছা  স্বপ্নের ঘাড়ে চেপে রাত্রি করি পার প্রভাতে জাগিয়া দেখি অন্তর নির্বিকার, নগর জুড়ে কোলালহল আমি কেবল নিষিদ্ধ  অপরাধের হেতু জানি তাহাতেই আমি প্রলুব্ধ, হৃদয় আমার বাঁধনহারা তারে আজো খুঁজি ভালোবাসি তারে ভিষণ এইতো আমার পুজি, অন্ধকারে বন্দী আমি রুদ্ধ আমার ভুবন যাঁতাকলে পিষ্ট হয়ে সইছি রোজই শোষণ,