অর্জন বিসর্জনে

 অর্জন বিসর্জনে

মোহাম্মদ মুছা 


চারিদিকে বিবেক পোড়া বিভৎস কি গন্ধ 

আত্মার সাথে সত্ত্বার চরম নিখুঁত দ্বন্দ্ব,


রাজাকার এখন চরম ভাবে সেজেছে দেশদরদী 

ভেজাল দুধে বানাই রোজই হাড়ি ভর্তি  দধি,


দেশ বাংলার স্বাধীনতায় করছিলো যারা বিরোধ

চিত্ত হেসে প্রতিশোধে ঘুমটায় করে প্রমোদ,


প্রতিশোধের আগুন নেভায় দরুন ছদ্মবেশে

তলে তলে চলছে ভেসে জিন্দাবাদই পোষে,


রসাতলে যাবে কবে সোনার বাংলা মুর্দাবাদ

ঘরে ঘরে জনে জনে বদ ছড়াবে মৌলবাদ,


জেগে আছি থাকবো জেগে জয় বাংলার স্লোগানে

জয় বাংলার জয় হয়েছে ত্রিশলক্ষ তাজা প্রানে,


হয় প্রান নয় ধান কোনটা নিবি কেড়ে

অত সহজে যাচ্ছি না'তো সোনার ছেড়ে। 

জয় বাংলা,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার