অন্তর নির্বিকার

 অন্তর নির্বিকার

মোহাম্মদ মুছা 


স্বপ্নের ঘাড়ে চেপে রাত্রি করি পার

প্রভাতে জাগিয়া দেখি অন্তর নির্বিকার,


নগর জুড়ে কোলালহল আমি কেবল নিষিদ্ধ 

অপরাধের হেতু জানি তাহাতেই আমি প্রলুব্ধ,


হৃদয় আমার বাঁধনহারা তারে আজো খুঁজি

ভালোবাসি তারে ভিষণ এইতো আমার পুজি,


অন্ধকারে বন্দী আমি রুদ্ধ আমার ভুবন

যাঁতাকলে পিষ্ট হয়ে সইছি রোজই শোষণ,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা