রাজ্য বিনাশ

 রাজ্য বিনাশ 

মোহাম্মদ মুছা 


পদ্মমধু খেয়ে সাধু বনেছো আজ মহাজন

বেল পাকিলে কাকের কি, জানে তাহা সর্বজন,


পরের ধনে পোদ্দারি করছো হেসে খেলে

পিটের দন্ড আটি হবে আমজনতার কিলে,


জিহ্বা দিয়ে লালা ঝরে চেটেপুটে খাইতে

বিঁধলে যবে গলায় কাটা পারবে কি'তা সইতে?


বন্দী ছিলো খাঁচায় শুকুন শিকল হায়েনার গলে

মাশুল তোমায় দিতে হবে যেয়ে নাকো ভুলে,


আমজনতার পিট ঠেকেছে পোড়া মাটির দেয়ালে

আসবে আঘাত,সব-কটি দাঁত রইবে না তুর চোয়ালে,

Comments

Popular posts from this blog

কদম ফুটেছে

শরতের যাতনা

অন্তর নির্বিকার