Posts

Showing posts from April, 2021

দায়টা কার

 দায়টা কার মোহাম্মদ মুছা  অবশিষ্টাংশ নিয়ে ভালোই তো আছি, যেখানে সবি বিকৃতির কবলে উলোটপালোট হলো সেখানে তুমি বিবর্তনের বার্তা নিয়ে এলে, মাটি রক্ত শোষে নেয়,মুছে দেয় না, তোমার আবির্ভাব দুঃখ গোছেনি যাতনার রং বদলেছে শুধু, বুকের পাঁজর ভেঙে হৃদয়টা বেরুতে চায়, পৃথিবী কেন এতো নিষ্টুর! অনিষ্টকারী হেঁসে দুলে সন্ধ্যা রাঙ্গাই, গোধূলির আছড়ে পথ খুঁজে নীল আকাশটাকে বির্বন করে তোলে, নিশিতে যন্ত্রণার বিস্তার কেন বিস্তৃত হয় ; নগর জুড়ে এতো কোলাহল  তবুও কে যেন নেই, বুঝার অবকাশ নাই বললে কি হয় ? কি যে এমন ব্যর্থতা, বেদনার সকল ঝুলি একাই বয়তে হবে!  সবি যদি বিকৃতির আদলে গড়া আর বাকী রইলো কি? বলো, নতুবা অন্য জগতে চলো আমি তোমায় নদী চেনাবো, যেখানে কূল ভাঙে না, পাল ছিড়েখুঁড়ে অচল হয়না তরী, যদি তা না হয় বলো দায়টা কার?

নীল বেদনা

 নীল বেদনা  মোহাম্মদ মুছা  নিঃসঙ্গতার কোলষ ভেঙে  মুক্ত হাওয়ায় উড়তে চাই,  তোমার স্মৃতির বাঁধ সেজেছে  এখন আমি নিরুপায়!  উদাসী মন জানি কখন পিঞ্জর ভেঙে পালাই,  নীল বেদনা ক্ষন বুঝেনা যখন তখন পুড়াই।

ওরে শকুন

 ওরে শকুন মোহাম্মদ মুছা  শকুনে পাক ঝাপটায় শুকনো পাতা উড়ে  বকের ছানা দিশেহারা প্রান বাঁচাতে দৌড়ে, বাতাস আজ ভারী আকাশ লাজে কাঁদে  মাটির ভিষণ ক্ষোভ স্বাক্ষী ছোবল বদে, "ওরে শকুন" আকাশ কারো ঠিকানা নয় চাঁদ তারারাও ভাসে  মেঘের যত বাহাদুরি বজ্রপাতেই খষে,,