Posts

Showing posts from March, 2021

বসন্তটা যাক

 বসন্তটা যাক মোহাম্মদ মুছা  আজ আমি বিবর্ন নই উচ্ছ্বসিত বসন্তের ছোঁয়ায়, কোকিল ডাকে পলাশ ফুটেছে  বিমোহিত লাল কৃষ্ণ চুড়ায়, অন্তরে  জাগায় প্রেমে স্মৃতি সেই যবে যে এসেছিলো রঙ্গে রঙ্গিন ভাবনা সবি শিহরনে আকাশ মাঠি মিশেছিলো, ঘুমে আজি বিভোর নই স্বপ্নের ডানায় ভেসে বেড়ায় চারদিকে আজ এতো সুবাস নির্মলতায় মন যে জুড়ায়, বসন্ত "তো" আজ বসন্ত  মনের যত যতনা নিবৃত্তে থাক আবার না হয় ফিরে আছিস অন্তত  বসন্ত "টা" যাক।

প্রেমের যাঁতাকল

 প্রেমের যাঁতাকল  মোহাম্মদ মুছা তুমি আমায় পিশেছিলে প্রেমের যাতাঁকলে,  সেই যাতনা আর বয়বেনা মনটা কেঁদে বলে স্মৃতির ফ্রেমে গেলো থেমে আমার জীবন কাল,  জীবন তরী বয়ে মরি দুলছে ছেঁড়া পাল যুগের পরে যুগ পেরোবে তুমি রবে অন্তরে, অথৈজলে ঢেউয়ের কোলে ভেসে রইবো কালান্তরে।

চেতনা হলো বৃথা

 চেতনা হলো বৃথা মোহাম্মদ মুছা  যুগটা এখন নাইতো তেমন  গুনিজনের মান করা, হাতছানি দেয় আঁধার কালো সভ্যতা আজ দিশেহারা, অসৎ লোকের দাপট বিষন তারা'তো' আজ নেতা, তাইতো সমাজ পশ্চাতে যায় চেতনা হলো বৃথা, মুখে সবার ফোটে বুলি বদলে দেওয়ার স্লোগান তারাতো ভাই আসল দানব লুটে বনে বলীয়ান, এমন করে আর কতদিন আমজনতা ঘুমাবে,   আসলেই দিন বদলে দিতে কখন রুখে দাঁড়াবে ?

রক্ত যখন দিয়েছি

 রক্ত যখন দিয়েছি মোহাম্মদ মুছা  রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো, তবুও স্বাধীনতা ছিনিয়ে আনবো, এই বারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আজ এই স্বাধীন বাংলা তারই অবদান।  "তোমাদের যা কিছু আছে  তাই নিয়ে প্রস্তুত থাক" তার অন্তরালে বাংলার মান রাখো, "প্রত্যেক গ্রাম-গঞ্জে,ইউনিয়নে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো " মুক্তিকামী সংগ্রামী জনতাকে ঐক্য গড়ে দিলো, মুজিবের বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক- গর্জে উঠলো বাঙ্গালী, বিশ্ব হতবাক, ঘুমন্ত নিরস্ত্র পাক-হায়েনাদের আক্রমন বীর বাঙ্গালী শপত ভীত নয় মোরা, তান্ডবে তান্ডবে রক্তের সাগরে পরিণত এই বাংলার মাটি, যায়নি বৃথা রক্তের স্রোত বঙ্গবন্ধু যে স্বাধীনতার দূত ।