Posts

Showing posts from August, 2020

বেলকুনি

 বেলকুনি  মোহাম্মদ মুছা  ইট পাথরের শহরে ব্যস্থ মানুষের কোলাহল শুনি ছুটছে সবাই আপন কাজে, থাকি আমি আনমনে সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি , আকাশ দেখি মেঘও দেখি রাত পোহালে চাঁদের আলোয় তারা গুনি এই পাশ ছুটি ও পাশ ছুটি বেহুলা বেঁধে রাখি সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি ,  পাহাড় চূড়ায় রোদ্র ঝলক দেখতে লাগে পরশ মনি মন ছুটে যা ঐ যে চূড়ায় মন চাইলে কি যায় তা ছোঁয়ায়, সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  শীত সকালপ আঁচল বিছায়, ভেজা চুলে কোপা খুলে, শীতল প্রানে মৃদু রোদ্রে তপ্ত লাগায়,  সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  অলস দুপুর করে ব্যকুল বসন্ত যখন পাশ কেটে যায়, কালো কোকিল সুর তোলে যায় কৃঞ্চকলির নয়ন জুড়ায় সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  শ্রাবন মেঘে বাদল ছুটে,তোড়ায় তোড়ায় কদম ফুটে , ভেজা শালিক মন হতে চায়,দুহাত মেলে জল ছুঁতে চায় সঙ্গী তখন লোহার কপাট বেলকুনি,  উদাসী মন ক্ষিপ্ত যখন কেউ থাকেনা সঙ্গী তখন বেলকুনিটা লোহার কপাট ভুলেতো যাই এ মন !

স্মৃতিতে অম্লান

 স্মৃতিতে অম্লান  মোহাম্মদ মুছা  তিমির পোহাতেই নিস্তব্ধতা ঘ্রাস করে নিলো স্বাধীন বাংলার মাটি,  আকাশে,বাতাসে বারুদের গন্ধ, কি জানি কি জানান দিচ্ছিলো, ঘাতকের বুলেট পিতার বুক ভেদ করে মেজেতে পড়েছিলো, অতঃপর হিমালয় ধসে পড়েছে ; আক্ষেপে  মৃত্তিকার  বুক ফাটে,পত্র-পল্লব স্থির,            থেমে গেলো নদীর স্রোত সাগরের ঢেউ,  সেই দিন জাগেনি পাখপাখালি ; গুনে ধরা বিকৃত মস্তিষ্কের অমানুষ গুলো                   কলংকের কালিমার দাগ লেপে দিলো বাঙ্গালী জাতির অবয়বে, মৃত্যু হলো স্বপ্নের, সোনার বাংলা গেলো নির্বাসনে,   অদ্ভুত জাতি আমরা মীর জাফরের মনসনদে নিকৃষ্ট লুলোপ দৃষ্টি পলাশীর প্রান্তর পেরিয়ে               ধানমন্ডির বত্রিশ নম্বরে ছুঁয়েছে, আরো একটি কালো অধ্যায়! কাপুরষ, ঘাতক, আর মীর জাফর যাই বলিনা কেন ওরা তারাই, ওরা অপশক্তি, যাদের নীল ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হলো আজকের এই লাল- সবুজের পতাকা, এখানেই তারা পরাজিত আর প্রতিশোধের বলী...

বিলাসী তোমার মন

 #বিলাসী তোমার মন    মোহাম্মদ মুছা  এক রাজ্যে যাচ্ছো তুমি, আমায় কেবল শাসিয়ে  অন্য রাজ্যে আকঁছি তোমায়,মনের মাধুরী মিশিয়ে,   আমার রাজ্য আঁধার যখন তোমার রাজ্যে ভোর আমি শুনি ঝিঁঝি ডাকে তুমি শুনো স্নিগ্ধ কোমল সুর, তোমার রাজ্যে অলির ছুটাছুটি মধু আহরনে  আমার রাজ্যে ফুল ফোটেনা মৃত্তিকার বিকিরণে, তোমার রাজ্যে কেয়া ভাসে ভরা জলে থৈথৈ  আমার চারপাশ মরুভূমি এতো জল গেল কই? তোমার রাজ্যে চাঁদ হাসে নিশিতে জোৎসার ঢল, আমার বেলায় নিশ্প্রভ সবি আখির কোনে জল, তুমিতো হাসবে, দোলবে বিলাসী তোমার মন  সস্তা আমার অনুভূতি জাগাবে তোমায় কেমন!  আমি তুমি এতো তফাত কি দিয়ে তা গোচায় মনটা আমার বন্দি তাইতো নিয়ম-নীতির খাঁচায় ;

ভাবনা শত জটিল হলেও

ভাবনা শত জটিল হলেও মোহাম্মদ মুছা #বুকের ভিতর খাদঁ হয়েছে রাতটা অনেক গভীর হলেও চোখ দুটো ঠিক তীর রয়েছে, বুকে শত স্বপ্নের আনাগোনা রাতের বেলা হতাশ হলেও ভোরের আলো করবে আনমনা?  একা একা আকাঁ বাকাঁ ভাবনা শত জটিল হলেও সেই পথের ধুর হল দেখা, যে পথে মোর আমি বিভোর শত বাধাঁ কাটাঁ হলেও আধাঁর রবে; হবেনা কি ভোর ?

দগ্ধ হৃদয়

#দগ্ধ হৃদয় মোহাম্মদ মুছা স্বপ্ন আমার পাহাড় সম এই জগতে আমি এক অধম, হৃদয়তে ভালবাসার ছড়াছড়ি একটু না হয় তা বাড়াবাড়ি তাই বলে তুই হায় ভাবলি কয়লার ছাই!  বাতাসে তা উড়িয়ে দিবি মন যা চায় তা ভেবে নিবি? মনটা আমার কেঁদে বলে জ্বলবিরে তুই প্রেম অনলে,  না ; না, তা নয় অভিশাপ  দগ্ধ হৃদয় কেমন রয় নিরুত্তাপ

খোঁজ আমায় খোঁজ

#খোঁজ আমায় খোঁজ  মোহাম্মদ মুছা  থাক, ঐটুকুতে থাক  যেখান থেকে স্বপ্ন আমায় "জাগো" বলে দিলো ডাক ; থাক, ঐটুকুতে থাক  ‌সত্যি বলছি  একটুখানি করিনিতো রাগ,  রাখ,ঐইখানেতে রাখ আমায় নিয়ে ভাবনা যত,  মনের মাঝে লুকানো ক্ষত মেঘের আড়ালে রাখ,  ভালোবাসা শুয়ার হবে খুঁজে আমায় কে বা দিবে?  ঐ আশাতে থাক;ঐ আশাতে থাক আমি এখন অন্য ভবে বসত গড়েছি এইতো ভেবে চাঁদ;তারা সব চিবিয়ে খাবো আকাশ; হাতের মুঠোয় নিবো!  তুমি যা চাও সবি দিবো শিশির কনায় পদ্মায় ঝুলবো,  আধাঁর আলো তফাৎ বুঝে নিবে কি আমায় ; তুমি খুঁজে ?  তাইতো আমি এখন অচিন  উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম  দিক পাল্টে যায় রোজ খোঁজ আমায় খোঁজ,

শেষ বেলাতে

#শেষ বেলাতে মোহাম্মদ মুছা  আমি আর স্বপ্ন বসত যোজন দূরে ছাল খানা ফোটো তাই জোছনা উকিঁ দেয় ঘরে, হাসিটা তোর ছিল, অনুভব আমার দায় তাই কাঁদে নিলাম একান্ত আপনার; ঝড়-তুফান, সুনামি-সিড়র ভাঙ্গেনি ঘর তুমি তোমার অহমিকায় লন্ড-ভন্ড আমার অন্তর; ঘর পর দরে দর আপন কারাগার ভালো লাগাতে ভালোবাসাতে সব চারকার আমি যদি ভূল ; তোমায় চাওয়াতে গোধুলির কেন সংজ্ঞা শেষ বেলাতে  ভালো থাকার মিছিলে আছি ছদ্মবেশে বিষাক্ত নীল বেদনা দেখেনা কেহ আবৃত খোলসে,

মনটা কেন বুকে

মনটা কেন বুকে #মোহাম্মদ মুছা  তোমার কি অনুভূতি নাইকো আমার জানা  তোমায় একটু ছুঁয়ে দিতে মন ধরেছে বায়না, মনটাকে কি আর লাগাম ধরার যায় কখন কিযে চেয়ে বসে আগাম বুঝা দায়! মনকে বলি আমি মানুষ সমাজেতে বাস যেন তেন বায়না ধরে করিসনা মোর সর্বনাশ, মনটা আমার অকাল মুন্ডু সমাজ নাহি মানে সব বুলিয়ে আমায় কেবল তোমার পানে টানে, আমার আমি কেমনে থাকি মনটাকে বেঁধে রেখে?  মনটা কেন সৃষ্টিকর্তা দিলো দেহের বুকে,