সাধুর স্বর্গ

 সাধুর স্বর্গ

মোহাম্মদ মুছা 


সাধু তোমার ভয় নাইকো চার-ছয় বিবি লালনে

আমি কেবল থমকে গেছি দেনমোহরের চলনে,

নগদানগদ হাজার বিশ'এক টাকায় খায়েস মিটো

আমার বেলায় লক্ষ কোটি দেনমোহর'টা ছাটোঁ।


বলৎকারে কায়েস তোমার আমি খুঁজি শরিয়াত 

তখন তুমি কাম সারিয়ে খোদা বান্ধায় তবিয়ত,

প্রেম-পীরিতি হারাম বয়ান সাধু তুমি দাও

রজিন থাকায় ছাত্রীর প্রেমে মধু কেন খাও?


দাঁড়ি টুপি পাঞ্জাবি টাক-নুর তোমার বিনিয়োগ

মজুর-খেটে সারাজীবন পাবো কি স্বর্গ-সুযোগ?

তুমি'তো ভাই পথের পাথয় আমি এইসব বুঝি

খোদা আমার কোন জগতে ঘুম জাগিয়া খোঁজি!

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা