রূপান্তরে বৈচিত্র্য জীবন

রুপান্তরে বৈচিত্র্য জীবন

মোহাম্মদ মুছা


তুমি আসবে,

তাই বলে ঝিনুকের বুক ছিঁড়ে মুক্তা লুটতে পারেনি,

রূদ্র-মেঘের লুকোচুরি প্রান্তর আমায় ডেকেছে

পলাশ শিউলির মোহে তপ্ততা সয়েছি অবরুদ্ধ প্রেমে,

বর্ষার প্রলুব্ধ মেঘালয় মনোরাজ্য ফাটল ধরাতে পারেনি

শ্রাবনের অঝোরে প্রত্যাশার লোভনীয় রিমঝিমে নির্ঘুম নিশি পরাস্ত করেছে বহুবার,

তবুও ঘুরে দাঁড়িয়েছি; 

ভাদ্রের শুভ্র শুদ্র মেঘ অবিরাম বয়ে চলেছে থামতে বলেনি!

কাশফুল পদ্ম শালুক হাতছানি দিয়ে নিরুক্তির উক্তির বাহানা এঁটেছে,


তানিয়া(রাজকুমারী) আমায়  রাজ্য বিহীন আসনে নিধিরাম সর্দারে ভূষিত করেছে,

রক্তকরবী নির্গন্ধে সুবাসিত আসক্ত করে

মাতাল হাওয়াই মাওনা প্রভা দ্বিখণ্ডিত করেছে,


আসন্ন কুয়াশার বুকে টেনে নিবে বলে হিমেল অনুভূতি চাদরে মুড়িয়ে নিস্তব্ধ আকাশ ছুয়েছি বাষ্পীয় প্রেমে,

তবুও আক্ষেপ মরি ঝিনুকের বুক ছিঁড়ে মুক্তার মালা গলায় পড়েনি বলে,

তবুও, 

আমি প্রেম ভিখারি!

Comments

Popular posts from this blog

মায়ার মাশুল

বিকৃত কাব্য

কাব্য প্রেমে কথা